রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা উপসর্গ নিয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
করোনা উপসর্গ নিয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অরুণ কুমার দাস (৫২) নামে একজনের মৃত্যু। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অরুন রাজশাহী জেলার চারঘাট উপজেলার চারঘাট পৌর এলাকার গজেন্দ্রনাথ দাসের ছেলে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান, অরুণ কুমার দাস গত সপ্তাহে ঢাকা থেকে তার ভায়রার বাড়ি সিংড়ায় আসেন। এরপরে তার জ্বর শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপ দেখা দেয়। জ্বর শ্বাসকষ্ট নিয়ে অরুণ কুমার দাস বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।

এরপর তিনি তার ভায়রার বাসায় চলে যান। বিকেল পাঁচটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ রাজশাহী জেলার চারঘাট এর উদ্দেশ্যে নিয়ে গেছে তার আত্মীয়-স্বজন।

এ সময় তার ভায়রা হাবিবুর রহমানের বাড়ি লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …