শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা উপসর্গে ঢাকাতে ভর্তি হতে না পেরে গার্মেন্টস কর্মী এলেন গ্রামে

করোনা উপসর্গে ঢাকাতে ভর্তি হতে না পেরে গার্মেন্টস কর্মী এলেন গ্রামে

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ

করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আশংকাজনক অবস্থায় গার্মেন্টস কর্মী এলাকাতে আসায় গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঢাকা বাইপাইল থেকে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের চেঁউখালি গ্রামের দক্ষিণ পাড়ার আমজাদের ছেলে রকি নামের ব্যাক্তি বয়স আনুমানিক ২২ বছর। করোনা উপসর্গ নিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগে বাড়িতে এসেছেন। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

ব্রহ্মপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম কাজী (বকুল) নারদ বার্তাকে মুঠোফোনে জানান, তারা ঢাকার বাইপাইলে থাকত এবং গার্মেন্টসে চাকরি করত। করোনা উপসর্গ দেখা দিলে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয় পরবর্তীতে অ্যাম্বুলেন্স যোগে নাটোরে আসে আজ। নাটোর সদর হাসপাতালেও ভর্তির চেষ্টা করে সেখানেও ব্যর্থ হয়। কোন উপা্রয না পেয়ে অবশেষে বাড়িতে আসে। এখানে আসার পর থানা এবং স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যোগাযোগ করা হয়েছে আগামীকাল সকালে তাদের নাটোরে পাঠানো হবে।

আরও দেখুন

সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক সিংড়া……..নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচী শুরু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সিংড়া পৌর এলাকার সুবর্ণ …