সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা আপডেট নাটোরঃ নতুন আক্রান্ত আরো একজন

করোনা আপডেট নাটোরঃ নতুন আক্রান্ত আরো একজন

বিশেষ প্রতিবেদকঃ

নাটোরে আরো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ -এ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রাপ্ত তথ্যে নাটোরের লালপুরে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত।

সোমবার পর্যন্ত প্রেরিত ৪৯৭টি নমুনার মধ্যে ২২৯টির ফলাফল নেগেটিভ এসেছে এবং একটি পজিটিভ এসেছে। এখনও ফলাফল অপেক্ষমাণ রয়েছে ২২৯টি।

নাটোর সিভিল সার্জন অফিস থেকে নারদবার্তা’কে জানানো হয়, আজ নতুন করে ৭৭টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে প্রেরণ করা হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান নারদবার্তা’কে জানান, যেসকল আক্রান্ত রোগীকে চিহ্নিত করা গেছে, তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান সিভিল সার্জন। এসময় নাটোরের সিভিল সার্জন সবাইকে আরও সচেতন থাকতে অনুরোধ করেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …