সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা আপডেটঃ আজ কোন পজিটিভ রোগী নেই

করোনা আপডেটঃ আজ কোন পজিটিভ রোগী নেই

বিশেষ প্রতিবেদকঃ

নাটোরে এখনো পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা ৪৮ জন। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত নতুন করে কোন পজিটিভ রোগী শনাক্ত হয়নি আজ।

আজ শুক্রবার পর্যন্ত প্রেরিত মোট ১৭৫৬ টি নমুনার মধ্যে ১২২০ টির ফলাফল নেগেটিভ এসেছে। এরমধ্যে অপেক্ষমান রয়েছে ৪৭৮ টি নমুনার ফলাফল এবং অকার্যকর নমুনা ১০৩ টি।

নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে নারদবার্তাকে জানানো হয় আজ নতুন করে ৫১ টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগে প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সিভিল সার্জন অফিস থেকে ৭টি, লালপুর থেকে ০১ টি এবং বড়াইগ্রাম থেকে ৪৩টি নমুনা প্রেরণ করা হয়েছে।

এসময় তারা সকলকে ঘরে থাকার জন্য আহ্বান করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …