শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে ঈদ উপহার পাঠালেন ইউএনও

করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে ঈদ উপহার পাঠালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। রোববার বিকেলে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা ও শ্রীপুর গ্রামে আক্রান্ত এক নারী ও দুই ব্যক্তির বাড়িতে নিজে উপস্থিত থেকে ওই সামগ্রী পৌছে দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারণ সম্পাদক সুবাশিষ কবির সুবাষ।

ইউএনও তমাল হোসেন জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকাডাউন করা হয়েছে। তারা বাড়ি থেকে বের হতে পারছে না। ইতি মধ্যেই তাদের বাড়িতে খাবার সামগ্রী পৌছোনো হয়েছে এবং আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাল,ডাল, আটা, সেমাই, লাচ্ছা, চিনি, দুধসহ ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। তারা যেন বাড়ি থেকে বের না হয় তার জন্যই তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হচ্ছে। তবে আক্রান্ত তিন জনই সুস্থ রয়েছেন বলেও তিনি জানান।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …