রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / করোনা: আইইডিসিআরের আরও একটি হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

করোনা: আইইডিসিআরের আরও একটি হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

করোনাভাইরাস বিষয়ে তথ্য জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বরে আরও একটি নম্বর যোগ হয়েছে। সেই সঙ্গে কার্যকর রয়েছে আগের সবগুলো নম্বর, ফেসবুক পেজ এবং ইমেইল আইডি। আইইডিসিআরের সঙ্গে কোভিড-১৯ নিয়ে যে কোনও তথ্য, প্রশ্ন এবং পরামর্শের জন্য এসবের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ কথা জানান।

তিনি বলেন, আইইডিসিআরের হটলাইন নম্বরগুলোর পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং ৩৩৩ নম্বরগুলোও ব্যবহার করা হচ্ছে কোভিড-১৯ সংক্রান্ত তথ্যের জন্য।

করোনা বিষয়ে জানাতে হটলাইনের অন্য নম্বরগুলো- ৩৩৩, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর- ১৬২৬৩, আইইডিসিআর-এর হটলাইন নম্বর- ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আরও বলেন, আইইডিসিআরের ১৭টি নম্বর আছে কিন্তু এ নম্বরগুলোতে অনেকেই যোগাযোগ করতে পারছিলেন না, আইভিআর যুক্ত না হওয়াতে। সেজন্য আরও একটি নম্বর যোগ হয়েছে ০১৯৪৪৩৩৩২২২।

এর আগে, যোগ করা হয়েছে একটি ইমেইল আইডি এবং ফেসবুক পেজ। কোভিড-১৯ নিয়ে আইইডিসিআরের ইমেইল আইডি হচ্ছে [email protected] এবং ফেসবুক পেজ হচ্ছে IEDCR COVID-19 ।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *