রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / করোনায় ৭ দিনের শিশুর মৃত্যু

করোনায় ৭ দিনের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে করোনায় ৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

জানা গেছে, ১৪ জুলাই রাত ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিউমোনিয়া-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে শিশুটিকে গত ১১ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য ১২ জুলাই তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। এরপর ১৩ জুলাই শিশুটির করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৪ জুলাই তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …