নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, করোনার সংকট কালীন সময়ে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর নাটোরে থেকে চিকিৎসা চলা কালীন তার অবস্থার অবনতি হয়। এরপ্রেক্ষিতে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে তার নিজ কর্মস্থল বড়াইগ্রাম ও পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমূখ।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …