নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
আসন্ন ঈদ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে ব্যক্তি উদ্যোগে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতা ও সেলুনদারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা।
সকালে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পুরাতন গরুহাটায় উদ্যোক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা উপস্থিত থেকে নিজ হাতে চাঁচকৈড় বাজারের অসহায় ক্ষতিগ্রস্ত ১শত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ঈদ উপহার বিতরণ করেছেন। প্রতিটি ঈদ উপহার ব্যাগে উপকরণে হিসেবে ছিল চাউল,প্যাকেট লাচ্ছা সেমাই,দুধ,তেল,আটা,আলু ও পেয়াজ। তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।
এসময় গুরুদাসপুর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো.তাহের সোনার,আওয়ামীলীগ নেতা মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
