মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / করোনায় কর্মহীন মানুষদের পাশে উপজেলা চেয়ারম্যান

করোনায় কর্মহীন মানুষদের পাশে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে নিজ তহবিল হতে উপজেলা জুড়ে করোনায় প্রকৃত কর্মহীন হতদরিদ্র,প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তি পরিবারদের স্বেচ্ছাসেবক দ্বারা তালিকা করে রাতে রাতে নিজ হাতে চাল,ডাল ও সাবান পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন।

গত রবিবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নে কর্মহীন ১০হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল,১কেজি আলু ৫০০গ্রাম ডাল ও সাবান বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, এই করোনা দূযোর্গ যতদিন থাকবে আমার এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী ততদিন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,করোনা ভাইরাস নিয়ে আমরা মহা দূর্যোগের মধ্যে আছি।আমরা কেউ নিরাপদে নেই। আপনারা কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আমি ব্যক্তিগত ভাবে এবং আমার গুরুদাসপুর উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। এছাড়াও বর্তমান সরকার সবসময় আপনাদের খোঁজ খবর রাখছেন্। করোনা সংক্রমন রোধে সরকারী নির্দেশনা মেনে চলে আমাদের সহযোগিতা করুন।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *