বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / করোনায় কম মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় কম মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি সন্তোষজনক। গত সাতদিনে করোনায় কম মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। প্রথম স্থানে আছে চীন, এরপর আছে জাপান।

সোমবার রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজারভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত সাতদিনে আড়াই হাজার মানুষ ভারতে মারা গেছেন, ভিয়েতনামে ৪৪০ জন এবং  থাইল্যান্ডে মারা গেছেন ৪৫৩ জন।  সেখানে বাংলাদেশে ২৭ জন মারা গেছেন। আমি এও দেখেছি, জনবহুল দেশগুলোর মধ্যে মৃত্যুহার কম কোথায় আছে। জাপানে হচ্ছে ০.১ শতাংশ, এর পরই বাংলাদেশে ০.২ শতাংশ। সবার ওপরে আছে চীন, শূন্য শতাংশ। আর বড় জনগোষ্ঠীর বাকি সব দেশে মৃত্যু হার বেশি।’

তিনি আরও বলেন, করোনার কারণে পৃথিবীর অর্থনীতি মাইনাসে চলে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাইনাস ২ দশমিক ৫, ইউরোপ শুধু ৫-৬ প্লাসে আছে। আমাদের এখানে করোনা নিয়ন্ত্রণে ছিল বলে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে

আরও দেখুন

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার …