নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
করোনায় আক্রান্ত হয়ে নন্দীগ্রামের সচীন চন্দ্র রবিদাস (৪০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। সে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট গ্রামের মৃত কৃঞ্চ চন্দ্র রবিদাসের ছেলে। সচীন চন্দ্র রবিদাস ময়মনসিংহ জেলার ভালুকায় স্কয়ারে চাকুরী করতো।
সেখানেই সে করোনায় আক্রান্ত হয়। তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ১৫ জুন দুপুরে তার মৃত্যু ঘটে। তার মরদেহ ১৫ জুন রাতে গ্রামে নিয়ে আসা হয়। ১৬ জুন দুপুরে তার মরদেহ সমাধি দেয়া হয়েছে।
এ বিষয়টি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলী নিশ্চিত করে জানিয়েছে, সে ময়মনসিংহের ভালুকায় কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু ঘটে। উপজেলা প্রশসনের নির্দেশনায় সতর্কতামূলকভাবে তার মরদেহ সমাধি দেয়া হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …