শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / করোনার ২য় পর্য়ায়ের সংক্রামণ মোকাবেলায় প্রচার অভিযান ও মাস্ক বিতরণ

করোনার ২য় পর্য়ায়ের সংক্রামণ মোকাবেলায় প্রচার অভিযান ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
শীতকালীন মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করণে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন উদ্যোগে সচেনতামূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ সকালে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ চার রাস্থা রিক্সা মোড়ে ওই করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। পরে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণসহ তাদের মুখে মাস্ক পরিয়ে দেন।

এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাসেল, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেলসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …