নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে শিশুদের ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আজ ১২ মে মঙ্গলবার গ্রামের সালাতুর রহমান ও বশর মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও ইটপাটকেলের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বশর মিয়ার পক্ষে আহতরা হলেন বশর মিয়া, আবুল লেইছ, লিমন মিয়া, আছকির মিয়া, আরিফ মিয়া, দিলোয়ার হোসেন, শিরু মিয়া, আক্তার মিয়া, ইবরাজ মিয়া, দব্বির মিয়া, মারুফ আহমদ, আমজদ মিয়া, খছরুল আবেদীন, সামসুদ্দিন ও সালাতুর রহমানের পক্ষে আহতরা হলেন, জেসমিন বেগম, মুনা আক্তার, বেলাল মিয়া, আবদুল আজিজ, আলামিন ও রাসেল মিয়া,সালাতুর রহমান।
এর মধ্যে গুরুতর আহত বশর মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর ও ছাতকের কৈতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …