শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোরে সচেতনামূলক প্রচার অভিযান শুরু

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোরে সচেতনামূলক প্রচার অভিযান শুরু


নিজস্ব প্রতিবেদক:
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানে সচেতন করতে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ শুরু করা হয়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে নাটোর প্রেসক্লাবের সামনে এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারী কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা।

অভিযানকালে বিভিন্ন যানবাহন থামিয়ে চালক, যাত্রী এবং পথচারীদের যাদের মাস্ক নেই তাদের মাস্ক পড়িয়ে দেওয়া হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। মাস্ক ছাড়া কাউকে শহরে চলাচল করতে দেওয়া হবে না। কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …