বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / করোনা’র কারনে জাতীয় উদ্যান ও স্বপ্নপুরী বন্ধ ঘোষণা

করোনা’র কারনে জাতীয় উদ্যান ও স্বপ্নপুরী বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র “নবাবগঞ্জ জাতীয় উদ্যান” ও পিকনিক স্পট “স্বপ্নপুরী” আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারী নির্দেশনা মোতাবেক জনসমাগম বন্ধে এ ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

বন্ধের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুঠোফোনে জানান, সরকারী নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে পর্যটন কেন্দ্র নবাবগঞ্জ জাতীয় উদ্যানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গের বৃহত্তম পিকনিক স্পট স্বপ্নপুরী বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে কোন পিকনিক কিংবা জন সমাবেশ ঘটানো যাবে না।

এ বিষয়ে স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন জানান, আমরা এখন পর্যন্ত সরকারী কোন পরিপত্র পাইনি, তবে করোনা সংক্রমন যাতে না হয় সে কারণে স্বপ্নপুরী সামরিক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …