নিজস্ব প্রতিবেদক:
করোনায় আজ নাটোর সদর হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হল ৪৮ জনের। রবিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়। মৃত ব্যক্তিদের মধ্যে একজন নাটোর সদরের একজন সিংড়ায় এবং একজন বড়াইগ্ৰামের বলে জানা গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৪ জনের। এদের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৭৮ জনের। করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। পরীক্ষা বিবেচনায় সোনার হার ৫৭.৬৯ শতাংশ।
এদিকে নাটোরের নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফায় জেলার ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আজ রবিবার ৫ম দিন সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে।
নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় তৃতীয় দফার এবং গুরুদাসপুর, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের প্রথম দফার ৫ম দিন রবিবার সকালে জনগনের চলাফেরা কম থাকতে দেখা গেছে। তবে অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়ছে এই লকডাউন। প্রতিদিনই বেলা বাড়লে ইজিবাইকসহ ব্যাটারি চালিত হালকা যানবাহন ও রিক্সা চালকরা কোন তোয়াক্কা করছেন না। কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন। স্বাস্থ্যবিধিও মানছেন না এদের অনেকেই। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …