শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনা সংক্রমিত হয়ে এই প্রথম কোন পুলিশ সদস্যের মৃত্যু হল। 

মৃত কনস্টেবলের নাম জসিম উদ্দিন। তিনি ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।  

পুলিশ জানায়, তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় কয়েকদিন আগে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫শে এপ্রিল তাঁর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে আইইডিসিআরের রিপোর্টে ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে।

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …