বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনাভাইরাসের সঙ্গে ৫ ধরনের চর্মরোগের সম্পর্ক রয়েছে!

করোনাভাইরাসের সঙ্গে ৫ ধরনের চর্মরোগের সম্পর্ক রয়েছে!

নিউজ ডেস্ক:
করোনাভাইরাস আক্রান্ত হলে ত্বকে পাঁচ ধরনের পরিবর্তন দেখা যায় বলে জানিয়েছেন স্পেনের চর্ম বিশেষজ্ঞরা।ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭৫ জন করোনাভাইরাস রোগীর ওপর গবেষণা চালিয়ে এই পাঁচটি পরিবর্তন লক্ষ্য করেছে স্প্যানিশ চর্মতত্ত্ব একাডেমি।

যুক্তরাষ্ট্রের পরেই সর্বাধিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা স্পেনে। গত দু’সপ্তাহে দেশটিতে অজ্ঞাত কারণে মানুষের ত্বকে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরই স্পেনের চর্মরোগ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গবেষণা করতে শুরু করেন এবং দেখতে চান চর্মরোগে আক্রান্তদের মধ্যে করোনাভাইরাস রোগী আছে কি না।

ত্বকে ওই পাঁচ ধরনের পরিবর্তনের মধ্যে রয়েছে ছোট ফোস্কা, লাল ফোঁড়া,পাদস্ফোট বা শৈত্যজনিত ক্ষত এবং দাগযুক্ত ত্বকের মতো লক্ষণ।

তবে এগুলো সরাসরি করোনভাইরাসের কারণে হয়েছে কিনা তা এখনই বলতে পারছেন না গবেষকরা। ফলে, ত্বকের লক্ষণের ওপর ভিত্তি করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত না হতে দেশটির জনসাধারণকে অনুরোধ করেছেন গবেষকরা।

প্রসঙ্গত, স্পেনে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে প্রাণ হারিয়েছে সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …