নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনাকালীন সময়ে নানা কৃতিত্ব অর্জন করে চলছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। যিনি উপজেলার উন্নয়নের দিকে তাকিয়ে প্রত্যক্ষ ভাবে এলাকার মানুষের দুঃখ-দুর্দশাকে চ্যালেঞ্জের মুখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
অত্র এলাকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে চলতি বছর মার্চের শেষ থেকে উপজেলার নয়টি প্রবেশ দ্বারে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি-গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। প্রতিটি ইউনিয়ন গ্রাম, পাড়া-মহল্লায় তিনি নিজে হ্যান্ড মাইক নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে করোনা প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করেছেন।
ওয়ার্ড পর্যায়ে সমন্বয় সাধনের লক্ষ্যে উপজেলা হতে একজন করে অফিসার নিয়োগে ট্যাগ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের করোনা প্রতিরোধ কমিটি গুলো সচল এবং কার্যকরী রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তিনি। আর এর ফলে দ্রুততম সময়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
এদিকে সরকারের জারিকৃত নির্দেশাবলী না মানার কারণে ও আইন ভঙ্গকরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২০৭ টি মামলায় ৬,৮৪,১০০ টাকা জরিমানা আদায় করেছেন। এ ছাড়াও হিলি বাজারের দোকান খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করছেন। এদিকে করোনাকালীন সময়ের মাঝে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন খাবারের জন্য বাহিরে যেতে না হয়, সেই লক্ষ্যে অত্যান্ত স্বচ্ছতা ও সতর্কতার সাথে ত্রাণ সহায়তা পাওয়ার যোগ্য ব্যাক্তিদের তালিকা প্রস্তুতের মাধ্যমে দিনে ও গভীর রাতে ওই সব অভাবী এবং খাদ্য কষ্টে থাকা মানুষ গুলোর বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসহায়তা পৌছে দিয়েছেন।
ত্রাণের চালসহ খাদ্য বান্ধব, ওএমএস, ভিজিডি কোন উন্মুক্ত স্থানে না দিয়ে বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ মানুষ যেন নিত্যপন্য সামগ্রী কিনতে বাড়ীর বাহির না হয়, সেজন্য স্থানীয় সেবামুলক সংগঠন তারুন্যের শক্তি ও উপজেলা প্রশাসন সমন্বয়ে মানুষের চাহিদার পণ্য বাড়ী বাড়ী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। এ ছাড়াও উপজেলা প্রশাসন কতৃক করোনা আক্রান্ত পরিবার ও লকডাউনকৃত পরিবারের খাদ্যসহায়তা নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের কঠোর নজরদারী নিরলস প্রচেষ্টায় হিলি স্থলবন্দর হওয়া সত্বেও দিনাজপুর জেলার অন্যান্য উপজেলার চেয়ে হাকিমপুর (হিলি) উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। বর্তমানে করোনা পজেটিভ ১ (এক), সুস্থ হয়েছেন ৪ (চার)। যারা আক্রান্ত ছিলেন তারা সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। এখন উপজেলাটি গ্রীন জোনে চিহ্নিত রয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …