মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করেনা আপডেটঃ অবশেষে আসলো স্বস্তির সংবাদ

করেনা আপডেটঃ অবশেষে আসলো স্বস্তির সংবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

গত দুই দিনে ৯ জন করোনা পজিটিভ হওয়ার পরে অবশেষে আসলো স্বস্তির সংবাদ। নাটোর সিভিল সার্জন অফিসের সূত্র থেকে জানা গেছে আজ ৩০শে এপ্রিল নাটোরে নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

রাজশাহী মেডিকেল এর ভাইরোলজি বিভাগ থেকে নারদ বার্তা কে জানানো হয় এখনো রাজশাহী মেডিকেলের ভাইরোলজি বিভাগে জমা রয়েছে ৩৫১ টি নমুনা। প্রতিদিনের নির্ধারিত পরিমাণ নমুনা পরীক্ষণের দ্বিগুণ নমুনা প্রেরণের জন্য জমা পড়ে গেছে।

আজ নতুন করে আরো ৪৩ টি নমুনা প্রেরণ করা হয়েছে। যার মধ্যে নাটোর সদর হাসপাতাল থেকে ২টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বারটি, গুরুদাসপুর থেকে নয়টি, বাগাতিপাড়া থেকে দশটি এবং লালপুর থেকেও দশটি নমুনা প্রেরণ করা হয়।

তবে আশার বিষয় হলো সবচেয়ে বেশি সংক্রমিত সিংড়া থেকে আজ কোন নমুনা প্রেরণ করা হয়নি। এর সাথে বড়াইগ্রাম থেকেও নতুন করে কোন নমুনা প্রেরণ করা হয়নি।

মোট নমুনা পরীক্ষণের নেগেটিভ ফলাফল এসেছে ২২০টি এবং অপেক্ষমান রয়েছে ১২১ টি নমুনা। এ সময় সিভিল সার্জন ড. কাজী মিজানুর রহমান সকলকে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …