রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / কম দামে পণ্য পেতে পুলিশের জন্য বিপণিবিতান

কম দামে পণ্য পেতে পুলিশের জন্য বিপণিবিতান

নিউজ ডেস্ক:
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, সদস্যদের কল্যাণে এই অত্যাধুনিক বিপণিবিতান চালু হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে পলমার্টের উদ্বোধন করেন। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পলমার্ট চালুর কারণ ব্যাখ্যা করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশাসন) মো. মাসুদুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। তাই তাঁদের অনেকের পক্ষে সময়মতো পরিবারের প্রয়োজনে মানসম্মত পণ্য কেনা সম্ভব হয় না। তাঁরা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্মত জিনিস কিনতে পারেন, সে জন্যই অত্যাধুনিক বিপণিবিতান চালু করা হয়েছে। এই উদ্যোগ পুলিশ মহাপরিদর্শকের বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সদর দপ্তরের ‘ফ্যাসিলিটিজ’ ভবনের নিচতলায় চালু হওয়া এই বিপণিবিতান প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …