নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
চলনবিলে পূর্বভেংরি গ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি। রবিবার তিনি দুপুর ১২ টার দিকে সুকাশ ইউনিয়ন থেকে ডাহিয়ায় যাবার পথে গাড়ি থেকে নেমে কৃষক শামসুল ইসলামের জমির ধান কেটে দেখেন তিনি। তার ব্যক্তিগত সহকারী রুহুল আমিন জানান, যে সকল হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে সেগুলো কেমন ভাবে কাজ করে এবং কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি তিনি নিজেই চালিয়ে পরখ করে দেখলেন।
গতকাল উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন থেকে ত্রাণ বিতরণ করে ফেরার পথে হঠাৎ করেই গাড়ি থামিয়ে কাদার মধ্যে নেমে গেলেন। গিয়ে কৃষকের হাত থেকে কাস্তে নিয়ে ধান কাটতে শুরু করলেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অনুভব করার চেষ্টা করলাম কৃষকের কষ্ট কতখানি।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …