নিজস্ব প্রতিবেদক:
কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো নাটোর জেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আজ শনিবার বেলা ১২ টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান।
জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোঃ ইউসুফের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আযম খসরু, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মইনুল হকসহ অন্যান্যরা।
যেই নির্বাচিত হোক না কেন তার পেছনে থেকে দলকে সংগঠিত করে কাজ করতে হবে- প্রথম অধিবেশনে অধিবেশনে এমন কথা বললেও মাঝখানে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা প্রশমনের পরে দ্বিতীয় অধিবেশন কোনরকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে শান্ত করার জন্য সাত দিন পরে কমিটি ঘোষণা করা হবে বলে অধিবেশন সমাপ্ত করে চলে যান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …