বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি হাসানুজ্জামান খানে’র কবিতা গড়বো সোনার দেশ

কবি হাসানুজ্জামান খানে’র কবিতা গড়বো সোনার দেশ

গড়বো সোনার দেশ

পারো যদি আমার কন্ঠকে স্তব্ধ করে দাও,
তবুও আমি প্রতিবাদ করবো।
পরো যদি আমার মুখে মা’র তালা,
তবু আমি প্রতিবাদ করবো।
যতক্ষণ দেহে আছে প্রান,
প্রতিবাদ আমার জান।

স্তব্ধ করতে চাও আমার দেহখানা,
পারবেনা স্তব্ধ করতে আমার কলমখানা।
ছালাম রফিক জব্বার এর রক্ত আছে দেহে,
মতিউর রুহুল রউফ আছে আমার দেহ জুড়ে।

সবাইকে নিয়ে নতুন করে গড়বো সোনার দেশ,
দুষ্কৃতকারী জিনা ব্যভিচার করবো এবার শেষ।
হাতে হাত রাখ বন্ধু কাঁধে কাঁধ,
সবাই মিলে চলো চলো সোনার বাংলা গড়ো।
রক্ত চক্ষুর ঝলকানিতে আমরা পাইনা ভয়,
অন্যায়কারীরা হুমকি দিওনা খামোশ হয়ে যাও!
সোনার বাংলায় সোনার ছেলেরা তোমাদের দিবেনা ঠাঁই।

লেখক: হাসানুজ্জামান খান

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …