রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘বঙ্গবন্ধুকে দেখার ইচ্ছা’

কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘বঙ্গবন্ধুকে দেখার ইচ্ছা’

স্বর্ণলতা শ্যামলী

বঙ্গবন্ধুকে দেখার ইচ্ছা

ইচ্ছে করে আবার ফিরে গিয়ে দেখি
স্বাধীন দেশের স্বাধীন জাতির পিতা বঙ্গবন্ধুকে।
বঙ্গবন্ধু তোমায় দেখার স্বাধ জাগে
এই মনে সে স্বাধ জানি পূরন হবে না কখনো।
এই কষ্টেই মোড় মরণ হবে জানি আমি।
সকালে যখন সূর্য ওঠে পূর্ব দিকে,
বারবার ছুটে যেতে ইচ্ছা হয় তোমার কাছে।
তখন মনে হয় যেন বিজয়ের সব সুখ
অজস্র আলোয় উদ্ভাসিত হচ্ছে তোমার চোখে।
তুমি শিখিয়েছো অন্যায়ের সাথে আপোষ নয়
বরং বীরত্বের সাথে ইতিহাস গড়তে।
কেন তুমি এসেছিলে এই ধরাধামে
শুধুই কি স্বাধীনতার ফুল ফোটানোর জন্য
নাকি বাঙালী জাতিকে মুক্ত করার জন্য?
বঙ্গবন্ধু তুমি আছো বাংলার শত কোটি
মানুষের হৃদয়ের ভালবাসা নিয়ে।
তুমি মানুষের কল্যাণে মরে বেচে আছো
বারবার থাকবে চিরদিন।
পৃথিবীর ইতিহাসে বিশ্বাস ঘাতক আর
অকৃতজ্ঞের অভাব নেই,
তবুও তুমি তাদের ক্ষমা করেছো।
আর লক্ষকোটি বাঙালীকে
জেগে ওঠার শক্তি হিসেবে,
স্বাধীনতা এনে দিয়েছো লাল সবুজের পতাকায়।
বঙ্গবন্ধু, শুধু তোমারই জন্য বঙ্গবন্ধু
ভালবেসে শ্রদ্ধায় বুকের মাঝে
আঁকড়ে রাখবো জনম জনম।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …