শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘ভালবাসি তোমায়-২’

কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘ভালবাসি তোমায়-২’

স্বর্ণলতা শ্যামলী

ভালবাসি তোমায়-২

আজ তুমি অনেক দূরে আছো তবুও
সবটুকু হৃদয় জুড়ে আছো আমার জীবনে।
আমার নিঃসঙ্গ জীবনের প্রতিটি মূহুর্তে
তোমার নিঃশ্বাসের ছোঁয়ায়
নিজেকে হারিয়ে ফেলেছি বারবার।
তোমারও কি হচ্ছে এমন প্রিয়?
আজ তুমি আমার থেকে দূরে,
বহু দূরে তুমিকি জানো প্রিয়?
তোমার স্পর্শ এখনো আমার অনুভূতিতে
মিশে আছে সর্বক্ষন আর প্রান্ত সুখের
উথাল পাতাল ঢেউয়ের এক গর্জনের সূরে।
বহুদিন তোমাকে উপেক্ষা করেছি
তোমার জন্য রক্তাক্ত হয়েছি
তারপরও তোমার সেই
ভালবাসার জালে আটকে গেছি
এখন তোমাকে না ছুয়ে,
ঘ্রান নিয়ে বলে দিতে পারি,
ভালবাসি তোমায় আমি
ভালবাসি হৃদয়ের অতি গভীর থেকে
আর নিঃস্বার্থ প্রণয়ে।
হয়তো আবার একদিন তুমি আসবে
যখন কাছে অপূর্ণ হৃদয়
জাগবে এক অপরুপ সাজে
সেই শুভ ক্ষনে আমায় ভালবাসবে
আর বলবে ভালবাসি তোমায়
হয়তো আবার একদিন,
স্বর্গের পাখির মতো ডানা মেলে
উড়ে যাবে ছন্দ তুলে দূর দেশে
আবারও অপেক্ষার প্রহর গুনবো
আর বলবো ভালবাসি তোমায় প্রিয়… ভালবাসি।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …