শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘ভালবাসি’

কবি স্বর্ণলতা শ্যামলী’র কবিতা ‘ভালবাসি’

স্বর্ণলতা শ্যামলী
ভালবাসি

আজ কেন এত মনে হচ্ছে, তোমার চিন্তা চেতনা,
তোমার সমস্ত অস্বস্তি জুড়ে যেন আমি।
নিজেকে তোমার ছোঁয়ায় হারিয়ে ফেলছি বারবার।
তোমারও কি মনে হচ্ছে এমন?
খুব ইচ্ছে হচ্ছে, অতীতের সব কষ্টের শেকড় বাকড় উপড়ে ফেলি।
তুমি কি জানো সখা?
এই প্রথম, বিশ্বাস করো এই প্রথম কারো প্রেমে পড়েছি।
একরাশ প্রফুল্লতা মনের গভীরে, আনন্দের ঢেউ খেলে যাচ্ছে।
তুমি কে গো?
দক্ষিনের হাওয়া হয়ে আমার হৃদয়টা নাড়িয়ে যাচ্ছো?
জোনাকির ছুটে চলা গতিতে আমিও এগিয়ে চলেছি তোমার দিকে।
পারবে?
পারবে প্রিয় ধরে রাখতে আমায়?
তুমি আমার কেউ, জানতেই কত যে অনাবিল সুখ উপভোগ করছি আমি।
সত্যিই কি তুমি কেউ?
নাকি ওই দূর আকাশে রাত শেষে নিভে যাওয়া তারা?
জানো খুব ভোরে আজ,
তোমার জন্য, শুধু তোমার জন্য সাদা শাড়ি-লাল পেড়ে শাড়ি পড়ে সেজেছি।
তুমি আসবে বলে,
তুমি এসেছিলে আমার কল্পনায়।
তোমাকে ছুঁয়ে দিয়ে শিউরে উঠেছি বারবার!
আমার গানের স্বরলিপী তুমি মন মন্দিরে তীব্র ঘন্টার ঝংকার!
তোমাকে ঘিরেই আমার সম্পূর্ণ জগত
মনে রেখো, এই স্বরলিপী শুধু তোমার নামেই সাজানো।
ছেড়োনা হাত প্রিয়! ভালবেসে আঁকড়ে রেখো জনম জনম।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …