কালো মাইক্রোবাসের মূল গ্রাফিকটা ইন্টারনেট থেকে। কপিরাইটমুক্ত। পেছনের তার হলুদ শেড কবি’র দেওয়া। বাসের জানলায় কার্টুনগুলো কথার দায়ে বন্দি কিশোরের আঁকা কার্টুনের কাটছাঁট। পেছনের জানলায় বন্দি চারজনের ফটোগ্রাফের কোলাজ। ছবিগুলো আলাদা করে সংগ্রহ করে একত্র করে হলুদ মিশিয়ে বানানো কোলাজটা কবি’র। ছাইরঙা পটভূমিটাও কবি’র যোগ করা।