সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সেলিম রেজা নিউটনের কবিতা ‘কালো মাইক্রোবাস’

কবি সেলিম রেজা নিউটনের কবিতা ‘কালো মাইক্রোবাস’

কালো মাইক্রোবাসের মূল গ্রাফিকটা ইন্টারনেট থেকে। কপিরাইটমুক্ত। পেছনের তার হলুদ শেড কবি’র দেওয়া। বাসের জানলায় কার্টুনগুলো কথার দায়ে বন্দি কিশোরের আঁকা কার্টুনের কাটছাঁট। পেছনের জানলায় বন্দি চারজনের ফটোগ্রাফের কোলাজ। ছবিগুলো আলাদা করে সংগ্রহ করে একত্র করে হলুদ মিশিয়ে বানানো কোলাজটা কবি’র। ছাইরঙা পটভূমিটাও কবি’র যোগ করা।

আরও দেখুন

বভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ । এ উপলক্ষে …