রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সেলিম রেজা নিউটনের কবিতা ‘কালো মাইক্রোবাস’

কবি সেলিম রেজা নিউটনের কবিতা ‘কালো মাইক্রোবাস’

কালো মাইক্রোবাসের মূল গ্রাফিকটা ইন্টারনেট থেকে। কপিরাইটমুক্ত। পেছনের তার হলুদ শেড কবি’র দেওয়া। বাসের জানলায় কার্টুনগুলো কথার দায়ে বন্দি কিশোরের আঁকা কার্টুনের কাটছাঁট। পেছনের জানলায় বন্দি চারজনের ফটোগ্রাফের কোলাজ। ছবিগুলো আলাদা করে সংগ্রহ করে একত্র করে হলুদ মিশিয়ে বানানো কোলাজটা কবি’র। ছাইরঙা পটভূমিটাও কবি’র যোগ করা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …