সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সুলেখা শামুক এর কবিতা ‘যার হারায়, যে হারায়’

কবি সুলেখা শামুক এর কবিতা ‘যার হারায়, যে হারায়’

কবিঃ সুলেখা শামুক

কবিতাঃ যার হারায়, যে হারায়


মানুষের কী হারায়
মানুষ কাকে হারায়?
মানুষের কেন হারায়?
বেদনার নাভীমূলে মুখ রেখে জন্মায় যে সংসপ্তক
তার তো যুদ্ধই জীবন।
দুঃখের জলে যে পদ্মপাতার জন্ম
তার কি হয় সাগর সঙ্গম?
যে আগুনে জন্মায়
তারতো আগুনেই পোড়ে আঁচলের সুখ!
চারদেয়াল যার কারাগার সম
তারতো ঠিকানাহীন পথই মুক্তি।
মায়াতেই যার মোহ শিকল তারে বাঁধতে পারে না।
যে মানুষ কিন্তু তবুও মানুষ নয়
তাকে চিনে কে হারাবার আগে?
কেউ কি চিনেছে আজোও?
নিজেকে চিনতে দিয়ে
আর কতো হারাবো আমি?
আর কতো পথ,আর কতো প্রান্তর!
আর কতো দেশ আর কতো মহাদেশ
আর কতো ক্ষয়ক্ষতি দিয়ে ভরাবো এই সাধের জীবন!
বেদনার জল আর কতো গড়ালে
বিশুদ্ধ হবে দুনয়ন?
পুড়তে পুড়তে আর কতো শুদ্ধ হলে
বিকশিত হবে জীবনের নির্মল সত্য?

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …