মঙ্গলবার , এপ্রিল ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সুরজিত সরকারের কবিতা ‘তোমার প্রতি বেনামি চিঠি’

কবি সুরজিত সরকারের কবিতা ‘তোমার প্রতি বেনামি চিঠি’

তোমার প্রতি বেনামি চিঠি

সুরজিত সরকার

জীবনের প্রতিটি মুহুর্তের ভাবনাগুলো
যখন ক্ষয়ে যায় ভালবাসার ক্যানভাসে,
তখন স্মৃতির আধুলীগুলো তাগিদ দেয়
ফিরে তাকাতে আপন মাঝে।
কখনও নিসর্গের মায়া,
কখনও করাল কালের বন্ধ্যা বাতাসে
আবার কখনওবা বিমূর্তক্ষণে
দাঁড়িয়ে কেউ কেউ উপলিব্ধ করে
হারিয়ে যাওয়া দক্ষিণা জানালার
স্নিগ্ধ হাওয়ার কান্নাকে।
হয়তো স্বপ্ন লুট হয়ে যায়
কঠিন বাস্তবতার শহরে,
কিংবা ঝরা পাতার মত
কুড়িয়ে নিয়ে যায় কেউ তার স্মৃতির রঙে।
তারপরও জীবনের প্রতিটি মুহুর্তে
কেউ না কেউ লড়ে যায়।
নিকষ অন্ধকারে চাঁদের আলোয়
ছুঁতে চায় ভালবাসার অশেষকে।
আনন্দময় উচ্ছ্বাসের অনুরণনে
জোছনা বিলাসে ভেসে যায় সে,
উড়ে চলে প্রজাপতি হয়ে
রঙিন ফিতার ক্যানভাসে।
ভালবাসায় এঁকে যায় মুগ্ধ চিত্রকর্ম।
রঙিন রঙের প্রজাপতি হয়ে
রূপে, বর্ণে অনুরাগের ছোঁয়ায়
নিজের অজান্তে সবাইকে শিহরিত করে তোলে।
বর্ণিত সূর্যের আলোয় সব ফুল যেন
প্রতীক্ষায় থাকে প্রজাপতি
সেই মেয়ের জন্য।
দিনের শেষ আলোর পর
রাতের বিশাল আকাশের
ক্যানভাসে দেখা দেয় সে।
একেক জন একেক নামে ডাকে তাকে।
শহরে কিংবা প্রত্যন্ত জনপদে
সবাই থমকে যায় তার রূপের জোছনাতে।
অপেক্ষার প্রহর শেষ এবার
প্রতিক্ষার পালাশুরু
নতুন নামটি তুলে রাখি আজ…

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …