শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সুকুমার ভৌমিক এর কবিতা ‘কবি প্রণাম’

কবি সুকুমার ভৌমিক এর কবিতা ‘কবি প্রণাম’

কবিঃ সুকুমার ভৌমিক

কবিতাঃ কবি প্রণাম

শেষ বৈশাখের দৃপ্ত উজ্জ্বল কিরণে
তোমার বিস্ময় আবির্ভাব !
বিশ্ব মানবের মনে
জ্বেলে গেলে বহুমুখী মানস প্রদীপ ৷
বিচ্ছুরিত রশ্মি তার
বিতরিত দিক থেকে দিকে ৷

তোমা হ’তে শতবর্ষ পরে,
বসন্তের ফুল আর বিহগের গান,
সেদিনের রক্তরাগ–
অনুরাগে সিক্ত করে
পাঠিয়েছ আমাদের করে ৷
মুঠোভরে বিকশিত আজ থরে থরে৷

সেদিনেরই মত নবীন ফাল্গুনদিন
উন্মত্ত অধীর আজো ৷
পুষ্পরেণুগন্ধমেখে দক্ষিণসমীর
রাঙ্গিয়ে দিতেছে আজো
ধরণীকে যৌবনের রাগে৷

নও শুধু বিশ্বকবি তুমি,
তুমি এক অন্তহীন, অস্তহীন
দীপ্যমান ‘রবি’৷

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …