শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘চিঠি’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘চিঠি’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ চিঠি

কীটপতঙ্গ প্রহর গুনে রাতের অপেক্ষায় থাকে
সন্তর্পণে ঘোরাঘুরি করে
আহার সঙ্গমের লাগসই সময় এই রাত
এক ঘুম দুই ঘুম তিন ঘুম
অতঃপর আবার কোন এক লৌহমাহফুজ
আবার কোন এক মাতৃজঠর।
অথচ অবসরে বসে দু’দণ্ড
নীল আকাশ দেখা হলোনা।
ব্যস্ত শহরে গাড়ীর হেড লাইটের ঝলকানিতে
রাতের তারাদের ম্লান মনে হয়
সেই কবে কোন এক রাতে
চিঠির অপেক্ষায় ছিল প্রেমিক মন তার
অমাবস্যা তিথি, পূর্ণিমা রাত সবই
একে একে গত হয়ে যায়
চাহনিও অস্পষ্ট হতে থাকে ধীরে ধীরে।
এক কালে নিজেরে খুঁজে পায় তসবিদানায়।
আহারে অবুঝ সহজ মন
কী খুঁজে কী বুঝে হয়ে গেল দেরী তোর
পারমুটেশন আর কম্বিনেশনের খেলা সব
সঠিক আর ভুলের বিভেদ বোঝা দায়।
এখন অনেক রাত
এখন অনেক ভোর।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …