শাহিনা রঞ্জু
আমি এবং আমার
স্থুল থেকে ধীরে ধীরে সুক্ষ হয়ে যায়
এতই সুক্ষ যে মন তা স্পর্শ করতে পারেনা
শুধু অনুভবে থেকে যায়
আর আক্ষেপেও থেকে যায় কারো কারো
মর্যাদায় সর্বোচ্চ হয়ে থাকেন।
সুক্ষ থেকে ধীরে ধীরে স্থুল হয়ে যায়
এতই স্থুল যে অপরিচিত দূরবর্তী মনে হয়
গাছের পাতায় ঢুকে যায়
যেন শ্যাওলার মত
এককোষী প্রাণের মত যেন।
আমি আর আমার শব্দদুটি
ব্যাকরণ থেকে মুছে দিতে পার
শব্দদুটি ঠিক মানায়না
আসলে শব্দদুটির কোন দরকার নেই
এই বিশ্বচরাচরে আমি বলতে কিছু নেই
তিনিই আদি তিনিই মধ্য তিনিই অনন্ত
তিনিই সব, সবই তাঁর নিয়ম।
যদি তাকে পেতে চাও
তবে প্রেমিক হয়ে যাও
ইব্রাহিমের মত প্রেমিক
ইসমাইলের মত প্রেমিক।
জগত ভরা কত প্রেম!
সন্তানের জন্য মায়ের প্রেম
স্ত্রীর জন্য স্বামীর প্রেম
প্রেমিকের জন্য প্রেমিকার প্রেম
বন্ধুর জন্য বন্ধুর প্রেম
এই যে কত প্রেম এসব মোহগ্রস্ততা
ভুল পথের চক্রময়।
সবই ফিকে হয়ে যায় একসময়
প্রেমময় তাঁকে একমনে খোঁজ
তিনিই ঋণ স্বীকার করেন
তোমার ভেতরে বসে
প্রেম হলে দেখবে সবই পেমময়।