নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ভালবাসি তোমায়’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ভালবাসি তোমায়’

শাহিনা রঞ্জু

ভালবাসি তোমায়

আমাকে ভাগ করে দাও
চুর্ণবিচুর্ন করে দাও
ভাগ করতে করতে একসময়
নূরের কনা পর্যায়ে নিয়ে যাও
মা ফাতেমার হ্রদয় উৎসারিত
বিসর্জনের শক্তি দাও
ঈমাম হোসাইনের মত ভালবাসা দাও
অতপর ঐসব এসএসসি জেএসসি থেকে
মুক্ত করে দাও
আমার খাক জ্বলে জ্বলে চুম্বক হয়ে যাক
আমায় আলোর বেগে নিয়ে যাও
দয়াল তোমার কাছে।
সত্তর হাজার পর্দা নিমেষে
ফুঁ দিয়ে সরিয়ে দাও
আমি প্রাণভরে দেখি
আর বলি ভালবাসি তোমায়।

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *