মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আলো দাও’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আলো দাও’

শাহিনা রঞ্জু

আলো দাও

অসংখ্য আলোর ফোটা চারদিকে
তবুও আরো আলো দাও বলে কাঁদছে পথিক
পুর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবখানে
কেউ কেউ বেড়িয়ে পড়েছে আলোর খোঁজে
আর ঐ যে মা আমার
সূর্যেরে লুকিয়েছে আঁচল তলায়
ও আলোর বড় বেশী দাম
ওগো মা আলো ভেবে এখনো যারা
অন্ধকারের দিকে দ্রুত চলেছে
তুমি একটিবার ডেকে নেবে তাদের?
একবার বলে দেবে
সূর্য রয়েছে তোমার আঁচল তলায়?
চুপ করে আছ!
বড় বেশী অভিমানে চুপ করে আছো!
কী চাও বিনিময়ে তার?
মায়া প্রেম ভালবাসা ?
দুঃখ দিয়ে কাঁদিয়ে যেতে পার আরও একবার
প্রেম নেই কোথাও
কোন এক কৈশোরে প্রেম হারিয়ে ফেলেছে ওরা
প্রাথমিকে মাধ্যমিকে উচ্চ বিদ্যালয়ে
অতপর বিশ্ববিদ্যালয়ে
কতশত বিদ্যার ভারে প্রেম নিয়েছে বিদায়
প্রেমহীন পথচারী ওরা
অর্থ চাও? যদি চাও দিতে পারে ওরা
মাগো ব্যাথা পেলে?
অর্থের বদলে প্রেম বিকাওনা তুমি
সে আমি ঢের জানি।
তবু যদি কৃপা করে বলে দাও প্রেমের পরিচয়
প্রেমশুন্য সংসারে কোথা আছে প্রেম
দেহ থেকে আনন্দ নিয়ে চায়
সে আনন্দ নিমিষে ফুরায়
আনন্দের সাথে আছে ঘৃণা ক্ষোভ অবাধ্যতা
সেকথা জানেনা তারা শুধু খোঁজে আলো
আলো দাও আলো দাও অন্ধকার নিয়ে যাও।

২৯/৯/২০১৯

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …