রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যত প্রেম তত ইবাদত’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘যত প্রেম তত ইবাদত’

কবি: শাহিনা রঞ্জু

কবিতা: যত প্রেম তত ইবাদত

প্রেমকে ভেঙে ভেঙে
ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখি
ঈশ্বর দাঁড়িয়ে আছে
আমার প্রেমের উপর।
হাসতে হাসতে বলছে
নামাজ পূজা এসব ভিষণ তুচ্ছ
আমি ভালবাসার অপেক্ষায় থাকি
ইবাদতের অপেক্ষায় নয়
ফেরেস্তা বা স্বর্গদূত যাই বলো
অগণিত আছে সবখানে
তারা ব্যস্ত আছে ইবাদতে
তাতে আমার মন ভরেনি
শুধু প্রেমের খেলা খেলবো
তাইতো আদম সৃজন
আমার আদম আমার প্রেম
যত প্রেম তত ইবাদত।

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …