শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘোষণা’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘোষণা’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ ঘোষণা

প্রায়শই ভোরবেলা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেয়
অমুক নিবাসী পিতা/স্বামী অমুক গতরাতে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মরহুমের নামাজে জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে।
সাথে সাথে আমি মাইকে আমার নামে ঘোষণা শুনতে পাই।
নিজেকে তখন আরশোলা বা পিপড়া সদৃশ্য মনে হয়।
সন্তান মা সংসার অফিস ফাইল সব সামনে এসে ভীড় করে।
অনুশোচনার আগুনে নিজেকে তখন পোড়াই আবার শান্ত নদীর জলে গোছল করাই।


এসব প্রোমোশন পোস্টিং আলমারি শাড়ী সার্টিফিকেট এত বেশি তুচ্ছ লাগে যে
সবকিছু ছেড়ে দিয়ে একখানে চুপ করে বসে থাকতে ইচ্ছে করে।
আর চিৎকার করে বলতে ইচ্ছে করে
এ তোমার কেমন খেলা যে সব ছেড়ে আমায় চলে যেতে হবে।
তবে এ মায়াবী মন তুমি দিলে কেন?
আমি ঢেড় জানি আমি কিছুই নই।
তবুও দুঃখতো দিলেই প্রভু।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …