শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘মন পুড়িয়ে আর কী হবে’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘মন পুড়িয়ে আর কী হবে’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ মন পুড়িয়ে আর কী হবে

হঠাৎ করেই ঘুমিয়ে যাবো যেদিন
তোমরা বলবে মরে গেছে
এটাইতো হওয়ার ছিল
আসলে আমি ঘুমিয়ে যাবো সেদিন।
আমার প্রিয় ভালবাসার যে জন
তাঁর কোলে মাথা রেখে বলবো আমি
এই সংসার কেমন ছিল জানিনা
তবে তোমার কোলখানি খুব মায়াময়।
আমার চোখ মুখ হাত পা কান
ঘুমিয়ে যেত প্রতি রাতে
আমার নাক মাথা মন ঘুমোতো না
আজ সবাই দেখো ক্লান্ত হয়ে গেছে
সবাই মিলে একসাথে তারা
ঘুমুতে চায় তোমার কোলে।
হে প্রিয় তোমার হাতখানি
রাখ ললাটে মোর একটুখানি
তারপর শেষের হাওয়াটুকু মিলিয়ে গেলে
শূন্য খাঁচা থাকবে পড়ে।
তার কোন দাম নেই তবু্ও
আস্তে করে স্পর্শ করে দেখো
তার দুচোখের কোনে কোনো জলকনা নেই।
একটুখানি ভালবাসার আশায়
সে তোমার দুয়ারে দাড়াবেনা আর কখনো
হয়তো আবার আসবে সে অন্য কোন নামে
অন্য কোন দেশে
সেদিন তুমি চিনবে তারে জানি
হয়তো আরও ভালো বাসবে তারে
অন্য নামে ডাকবে তারে সেদিন।
বৃক্ষ হয়ে দাড়িয়ে থাকা তোমার কাছে
মিনতিও সে করবে আবার অন্য ভাষায়
এখন তারে আর পুড়িয়ে লাভ কী বল?
ভালবাসার যে আগুনে পুড়েই গেছি অনেক আগে
সে আগুনে মন পুড়িয়ে আর কী হবে?

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …