বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আদমের আশায়’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘আদমের আশায়’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ আদমের আশায়

বসে আছি আদমের আশায়
আমার গনার দিন যে কখন ফুরায়
সেই ভয়েতে আনন্দ নাই
সেই ক্ষোভেতে দুঃখও নাই
বুকের মাঝে একটা বাউল
একতারা বাজায়
সে যে কেন্দে কেন্দে আদম খোঁজে
আদম কোথা পায়?
শাহিনা নামের কোন মালা
গাঁথা নাইরে কোথাও
কোথাও তার কেউ নাইরে
বুঝলোনা সে একবারও
তদুপরি প্রেমের বড়াই
করে সে আবারও
প্রেমের যদি পরীক্ষা হয়
নিশ্চিত হবে ফেল
একথা জেনে বুঝেও
হয় সে প্রেমে আকুল।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …