সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘কান্দন আমার’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘কান্দন আমার’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ কান্দন আমার

জগত তোমার ভ্রমণ আমার
প্রেম তোমার বিরহ আমার
প্রকৃত সত্য শুধুই তুমি
আমি কেবল কল্পমূর্তি
তুমি রাজাধিরাজ আমি ভিখারিনী
তাই রাম শ্যাম যদু মধু
রহিম করিম জাহিদ জ্যাকব
এসব সবই ফাঁকা
এসব সবই ফাঁকি
জ্ঞান তোমার গরিমা তোমার
বোকা সেজে নিদানে পড়ে
একলা বসে কান্দন আমার।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …