সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘গলিটাতো এদিকেই ছিলো’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘গলিটাতো এদিকেই ছিলো’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ গলিটাতো এদিকেই ছিলো

ঠিকানা খুঁজে ফিরছিলেন তিনি
কত নম্বর লেনের কত নম্বর গলি
হারিয়ে ফেলেছেন সব
বয়সটা বেড়েই গেছে প্রতিদিন
না না সময়টা হু হু করে চলে যাচ্ছে
চক্রান্তে লিপ্ত আছে কেউ যেন।
কোন লৌহমাহফুজে ছিলাম
কোন মায়াবী জঠরে ঠাঁই ছিলো
সেসবের প্রণেতা আমি নই
তবুও নন্দঘোষ হয়ে
সব ত্রুটি ঘাড়ে নিয়ে আছি।
সূর্যাস্তের পর মনে হলে
পুরোনো বন্ধুদের মুখগুলো
ঠিক মনে পড়ছেনা আর
অথচ লাটাই ঘুরির কথা
ঠিকই স্পষ্ট মনে আছে
ঘরের কথাও ভুলে গেছি
বারান্দাটা সামনে নাকি নেই
বেমালুম মনে পড়ছেনা।
তবে শীতের সকালের শিউলি ফুল
সাদা আর কমলা রঙের মিশেল করা
অপুর্ব ভোরের তারা
মাথায় যেন সুতোয় গেঁথে আছে।
মাকে এত মনে পড়ছে কেন?
সেই যে রঞ্জনার সাথে প্রথম প্রেম
কতদিন মা গরম ভাত
আর ভর্তা নিয়ে বসেই ছিল
ভুলেই যেতাম অপেক্ষায় আছে মা
আহারে মা আমার!
তোমার মায়াবী মুখ আমি
এখন কোথায় খুঁজে পাব?
তোমার আঁচল দিয়ে একটিবার
মুখটা মুছিয়ে দিয়ে যাও
খুব ঘেমে গেছি মা
বিদ্যুতের পিলারে আচমকা আঘাত
পায়ে লেগেছে খুব জোরে
ওমা মাগো তুমি কই?
একটিবার যাদুসোনা বলে ডাকো
তাইতো রাত বেড়ে গেল
গলিটাতো এদিকেই ছিল
আজ কেন চোখে পড়ছেনা।

১৭/০১/২০২০

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …