সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘোর কেটে গেছে বলে’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ঘোর কেটে গেছে বলে’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ ঘোর কেটে গেছে বলে

আনন্দের বাজার ভেবে
সামিল হতে নেই
এই যে চিরচেনা পথ
অজগর হয়ে চলতে শুরু করেছে
তীর্থের হাট ভেবে
মন দিতে নেই
ও পথে গণিকারা চলে প্রতিদিন
নদীতেও একফোঁটা জল নেই।
প্রেমের আড়ালে আছে
সাজানো গোছানো কামনা
লাল টিপ পরেছিলো
ঠিক যেন বহুপুরাতন
অপরাজিতা গাছ
সেজে আছে নানা রঙে
কর্পুরের গাছটাও উড়ে গেছে
সুগন্ধি হয়ে
শুধু ঘোর কেটে গেছে বলে।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …