সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘স্যার মাফ করে দেন’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘স্যার মাফ করে দেন’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ স্যার মাফ করে দেন

নীল জীপে বীরদর্পভরে চলতে থাকে
অসার আত্মশ্লাঘার ভুলে চেপে
পীচঢালা পথ পাড়ি দেয়
সকাল সন্ধ্যা বা গভীর রাত
সবই পরিবর্তনহীন, ঠিক পুরোনো রাজবাড়ির মত।
যত্রতত্র বসে থাকা গৃহহীন
নেশাগ্রস্থ পথবাসীর নজর এড়াতে পারেনা
ফুলওয়ালী শিশু অবজ্ঞাভরে দেখে নেয় একবার
মনে মনে বলে তুমিও দিনান্তে দুঃখী
তোমার দুঃখ ঐ আন্দিজ পর্বতের সমান
চন্দ্রগ্রহণ দেখতে বিভাবরী নদীর কিনার
যাবে নাকি?
আধপেটা পাগল সাহসভরে আমন্ত্রণ জানায়
অমনি বিকট হুইসেলের শব্দে কেঁপে উঠে সে!
নীল জীপ থেমে যায়
এত আলো চোখ বুজে আসে তার
শক্ত পোক্ত বেতের ছড়ি
শীর্ণ কায়া জীর্ন জামা ভগ্ন মন
কোন নতুন গল্প ভাল্লাগেনা একটুও
দৃঢ় পদক্ষেপে দ্রুত নেমে আসে তিনজন
লাঠিয়াল মনে হয়নি তাকে
তবে কে তুমি?
টি এস সির মোড়ের জালালের ভাপা পিঠা
খেয়েছেন কোনদিন?
ঐ যে গুড়ের পিঠা
ওখানে মায়ের গন্ধ লেগে আছে।
এই বিড়বিড় করে গালি দিস?
ছড়ি ঘোরাতে ঘোরাতে জানতে চায়
পাগল চুপ করে থাকে
আবার স্বশব্দে প্রশ্ন
কী বলছিলি? আবার বল
এবার পাগল পা ধরে বলে
স্যার মাফ করে দেন।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …