রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ক্রান্তিকাল’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘ক্রান্তিকাল’

কবি শাহিনা রঞ্জু

ক্রান্তিকাল

সময়কে বন্দী করে রাখা
বাক্সটাও পুরোনো এখন
হাতের মুঠোয় জীবন ভিষণ ব্যস্ত
কে কার খবর রাখে বল?
ছবি তোলা আপলোড দেওয়া
অতঃপর ক্ষণেক্ষণে লাইক কমেন্টস
নিয়ে কেটে যায় আমাদের মূল্যবান সময়
নিজেকে জ্ঞানী সাজাবার গোপন ইচ্ছেটাও
প্রবল হয়ে থেকে যায়
তাই কত শত কথা
কত শত কপট গল্প
জমা হয়ে থাকে মাথার ভিতর
কে কার পড়শি?
লিফটে দেখা হলে বড়জোর সালাম
কুশল বিনিময় হওয়ার আগেই
যে যাব গন্তব্যে চলে যাওয়া
কে কবে মরে পড়েছিল
জানিনা জানতে চাইনি কখনও
আহারে তার সাথে আর একটু
কথা বলা আর হলোনা
মুখটা বড় মায়াময় কিশোরীর
শুধু একটু ভালবাসিনি বলে
বেঘোরে প্রাণ হারিয়েছে
এই যে মহামূল্যবান প্রেম নিয়ে জন্মালাম
এই প্রেম বুকে নিয়েই চলে যাব
তবুও ভালোবাসা না পেয়ে
কিশোর নেশাগ্রস্থ হয়ে পড়ে থাকে
কিশোরী মরে যায়।
আহারে ক্রান্তিকাল!
নিষ্ঠুর কপট ক্রান্তিকাল!

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …