বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি রফিকুল ইসলাম নান্টুর কবিতা ‘আমাদের কাক্কু’

কবি রফিকুল ইসলাম নান্টুর কবিতা ‘আমাদের কাক্কু’

রফিকুল ইসলাম নান্টু

আমাদের কাক্কু

কাক্কু এখন অনেক ভারি
বলেন কথা মেপে,
ওজন যদি যায় কমে তাই
ভয় রেখেছেন চেপে।
মুচকি হাসেন সব কিছুতেই
বুদ্ধি বড় বেশি,
সকল কিছু ম্যানেজ করেন
থাকেন তিনি খুশি।
কাক্কু এখন রাগ করেনা
নিপাট ভদ্রলোক,
আদ্যপান্ত সব কিছুতেই
কাকুরই জয় হোক।

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …