শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / মুসা আকন্দে’র লেখা কবিতা “নিষ্পাপ মনের আহাজারি”

মুসা আকন্দে’র লেখা কবিতা “নিষ্পাপ মনের আহাজারি”

কবি: মুসা আকন্দ

নিষ্পাপ মনের আহাজারি

তোমার মনুষ্যত্বের মৃত্যু আর আমার দেহের,
তোমার আমার ব্যবধান চাওয়া- পাওয়ার।
আমার বেহায়া ভালোবাসা আজ উচ্ছিষ্ট খাবার,
তোমার নির্ভরতার আশ্বাস
এখন সমুদ্র ডিঙিয়ে আকাশ সমান পাহাড়।
আমার বেঁচে থাকার কারণ আজ বড় ঠুনকো,

আমার বুকের পাঁজর ভাঙার শব্দে
তুমি করো নৃত্য।
কী অদ্ভুত তোমার ভালোবাসা,
কী নির্মম এ দৃশ্য!

আমার দেহের বয়স যখন ২২,
মনের বয়স যখন ২০;
চিন্তার বয়স যখন ৩০।
তুমি তখন দেখো বেহিসেবী স্বপ্ন।
আমাদের পথচলা এখানেই শেষ নয়,
আমার নিষ্পাপ মনের আহাজারিতে সেদিন ভুল করে এলো,
পাহাড়- সমুদ্র।
আমি তোমাকে ভালোবেসে সমুদ্র কিনে নিলাম,
চোখের জল শুকিয়ে গেছে বলে।
তুমি হঠাৎ করেই চাইলে ক্ষমা,
আমি ক্ষমা করার কে বলো?
আমার চোখের জলে ভেজা দুর্বাঘাসগুলোর কাছ থেকে,
একটি বার জেনে নাও ক্ষমার আদর্শ।
তুমি- আমি যখন মোনাজাতে,
আমি- তুমি যখন পুজোর ফুলে,
সুযোগ পেলে শুনে নিয়ো প্রার্থনাকারীর আশা কি ছিলো।
আজ হতে পারতো দু’টো হাত একসাথে,
হতে পারতো তোমার রক্তিম রাঙানো ঠোঁটের চুম্বনে,
ভালোবাসার পরিতৃপ্তি।

লেখক: মুসা আকন্দ

আরও দেখুন

নাটোরে আদিবাসীদের ফাগুয়া উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক:নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) জনগোষ্ঠীর মুন্ডা সম্প্রদায়ের অন্যতম …