শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি নাজনীন নাহারে’র কবিতা ’মানচিত্র’

কবি নাজনীন নাহারে’র কবিতা ’মানচিত্র’

মানচিত্র
কবি: নাজনীন নাহার

মাঝে মাঝে এক করুণ বিষাদ বিবশ করে দেয় আমার বোধের মানচিত্র!
হীরক খণ্ডের জ্যোতি যেমন কখনোই শ্রমিকের মৃত্যু গণনায়,
এতটুকু ম্লান হয় না!
আমিও তেমনি তীর্যক ঝলকে ঝলসে ফেলি,
আমার তথাকথিত অর্থহীন অথচ কঙ্কালসার দৃষ্টিভঙ্গির ভূ-খণ্ড।
আলোর অন্তরালে আঁধারের বর্বরতাগুলো,
নিরন্তর চিৎকার করে।
আর!
আমার মস্তিকের বায়ুমণ্ডলে ঢেলে দেয়,
নাইট্রোজেনের সমুদ্র!
নিরবচ্ছিন্ন নিয়মের রেললাইনে,
ক্ষয় হতে থাকে কংক্রিটের বিশ্বাসগুলো।
ঠিক যেমন চূর্ণবিচূর্ণ হতে হতে নিথর পড়ে থাকে,
প্রাণহীন সংবিধানের অথর্ব পাণ্ডুলিপি।
আমি মৃত্যুর শরীর বেয়ে পৌঁছে যাই,
গনতান্ত্রিক কারুকার্যে শোভিত এক বধির পৃথিবীতে।
আমি পৌঁছে যাই মাতৃ জঠরে প্রবেশের দৌড়ে,
দিকবিদিক ছিটকে পড়া শুক্রাণুর মৃত্যু মিছিলে।
মানবতার পতাকায় মানুষের রক্তের চিত্রকল্পগুলো,
যখন গুমরে গুমরে কাঁদে।
আমি তখন তাদের মাথায় নিরর্থক মহানুভবতার আঁচল টেনে দিতে দেখি,
আরও দেখি নীতি নির্ধারকদের পতাকার আচ্ছাদনে কুটিল ষড়যন্ত্রের রাজনীতি ঢুকে আছে!
সৃষ্টির আদি থেকে অন্ত,
সমুদ্রসম তৃষ্ণা বুকে নিয়ে।
মানুষের যাযাবর স্বপ্নগুলো ছুটে বেরিয়েছে,
ছুটে বেরিয়েছে এক মরু থেকে আর এক মরূদ্যানে।
কখনো ধর্ম,
কখনো রাজনীতি,
আবার কখনো অর্থনীতির গোলকধাঁধায়,
নিরিহ স্বপ্নগুলো নিস্পেষিত হয়েছে,
নিস্পেষিত হয়েছে চাতুর্যের ডিক্টেটরশিপের দাপটে।
আমি তবু জীবনের মেরুদণ্ডে,
সুকৌশলে প্রতিস্থাপন করতে দেখছি,
মৃত শুক্রাণুর বোনমেরো!
যেখানে অযথাই জ্বলে ওঠে জীবনের বেতাল নর্তকীরা,
ক্ষমতা নামক প্রভুর মনোরঞ্জনে।
আমি আরও দেখেছি!
মাতাল উল্লাসের রাত পোহালে,
সেই জীবনের ফলাফল কেবল শূন্য!
আর তাতেই বেড়ে যায়,
আমার আত্মার বুভুক্ষু মহামারি!
যা আমাকে ঘুমাতে দেয় না ‍ৃ
যা আমাকে খেতে দেয় না!
যা আমাকে মরতে দেয় না!
দেয় না উপড়ে দিতে ঈশ্বরের বোনা কাঁটাতার!
আমি একটু একটু করে নিমজ্জিত হই,
আমি একটু একটু করে হারাতে থাকি;
আমার স্বপ্নের সেই প্রশান্ত পৃথিবীর মানচিত্র!
যেখানে মানবতার মৃত্যু অবধারিত করে মাথা উঁচু করে দাঁড়ায়,
ক্ষমতালিপ্সু অজস্র রাক্ষস।
যেখানে পৃথিবীর মানচিত্রের দখলদারিত্ব নিশ্চিত করা হয় স্বৈরশাসকদের নামজারিতে।
ক্রমশ আমার বোধের মানচিত্র স্থবির হতে থাকে,
ক্রমশ আমি বিবশ হয়ে যাই আরও!
পৃথিবীর মানচিত্র ক্ষমতাসীনদের স্বার্থপরতার নিয়মেই অঙ্কিত হয়,
আর আমি বিলীন হয়ে যাই সময়ের পক্ষপাতিত্বে!

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …