সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি নাজনীন নাহারে’র কবিতা “শেষ বিকেলের আলো”

কবি নাজনীন নাহারে’র কবিতা “শেষ বিকেলের আলো”

শেষ বিকেলের আলো”

বিদায়ের সূর্যটা ডুবে গেলো অনায়াসে,
তুমির মায়াটা রয়ে গেলো মন জুড়ে।
ভালোবাসারা খুব করে ভালোবাসাকেই খুঁজে ফিরে,
আনন্দ নিয়ে তুমি আসো প্রিয় ঘুরে ঘুরে।

নতুনের বারতায় রাত শেষে ভোর হয়,
তুমি তুমি তুমিতেই এই মন পরে রয়।
সকালটা হাসবেই মুঠো মুঠো মিঠে রোদে,
অনুরাগের খুশবুটা লেগে রবে সুখ বোধে।

দুপুরটা কাটবে খুব খুব কোলাহলে,
বিকেলের কোলেপিঠে কুয়াশারা সাজবে।
সন্ধ্যাটা বুকে নিয়ে রাত্রিটা নামবে,
নতুন দিনটা ঠিক পুরাতনে হাসবে।

এভাবেই সুখ খুঁজে দুঃখটা পালাবে,
একদিন দুইদিন বছরটা হারাবে।
জীবনটা হাসে কাঁদে সময়টা চলে যায়,
মৃত্যুর দ্বারে গিয়ে হিসেবের হায় হায়!

লেখক, নাজনীন নাহার।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …