রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি নাজনীন নাহারে’র কবিতা আমাদের এমনই একজন শিক্ষক চাই সদা

কবি নাজনীন নাহারে’র কবিতা আমাদের এমনই একজন শিক্ষক চাই সদা

আমাদের এমনই সকল শিক্ষক চাই সদা

আমাদের কিছু শিক্ষক ছিলেন,
ভীষণ ভীষণ আদর্শবান ছিলেন।
তাদের কথায় কাজে খুব মিল ছিল,
ছিলো শিক্ষা,
প্রজ্ঞা তাদের অসীম ছিল।

আমাদের কিছু মহান শিক্ষক ছিলেন,
শিক্ষকদের একটাই দেশ ছিল;
দেশটির নাম প্রিয় বাংলাদেশ ছিল।
সেই শিক্ষকদের একটাই ধর্ম ছিল,
সেই ধর্মের নাম মহান মানবতা ছিল।
আমাদের এমন কিছু শিক্ষক ছিল,
সত্য, ন্যায়ে ভীষণ অটল ছিল।
রাজনীতিতে তাদের বেশ অনিহা ছিল,
কিন্তু দেশপ্রেমে তারা সদা মহীয়ান ছিল।

আমাদের কিছু এমন শিক্ষক ছিলো জেনো,
তেলবাজির ফর্মুলা তারা জানতেন না কোনো।
দলবাজি,
গ্রুপবাজি,
চাঁদাবাজি করতেন না তারা,
সত্য কথাটা বলতেন ও শেখাতেন যারা।

আমাদের এমন অনেক শিক্ষক ছিল,
নিজেই সুশীল দীক্ষার উদাহরণ ছিলেন।
অতি লোভে কেউ কভু হতেন না বিলীন,
সুশিক্ষাই যাদের ব্রতে ছিলো অমলিন।

ফন্দি ফিকির ফাঁকিবজি ছিলো না তাদের মস্তিষ্কে,
অসত্য, কু-কথা কভু বলতেন না তারা মুখ ফষ্কে।
আমাদের এমন শিক্ষকই চাই সদা,
বিনম্র শ্রদ্ধায় মাথা নত হবে যাদের প্রতি সর্বদা।
তারা হবে না ধর্ষক,
হবে না চরিত্রহীন আর ফন্দিবাজ, নীতি,
আদর্শ আর সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা;
অনন্য মানুষ গড়বেন,
গড়বেন জাতিকে সু-স্বপ্নবাজ।

আমাদের এমনই সকল শিক্ষক চাই সদা,
বিনম্র শ্রদ্ধায় মাথা নত হবে যাদের প্রতি সর্বদা।
বিশুদ্ধ বোধের অখণ্ড সন্তরণে বাঁচবেন শিক্ষক তারা,
সকল প্রজন্মের মন ও মস্তিষ্কে;
মনুষ্যত্ব ও মানবিক বোধের প্রতিস্থাপন করবেন যারা।
সদা সত্য ,ন্যায় ও মহান মানবতার পথে চলবেন তারা,
তাদের দেখে সঠিক পথে পরিচালিত হবে সকল শিক্ষার্থীরা।

লেখিকা:নাজনীন নাহার

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …